সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
স্পোর্টস ডেস্ক :; ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের চ্যাম্পিয়ন লিভারপুলই হচ্ছে তা অনেকটাই নিশ্চিত। যে কারণে করোনা পরিস্থিতিতে খেলা স্থগিত থাকায় মন খারাপ হয়ে গিয়েছিল সমর্থকদের।
তবে মাঠে ফের ফুটবল ফেরায় এটাই দেখার বাকি ছিল কয় ম্যাচ বাকি থাকতে শিরোপা নিশ্চিত করে মোহামেদ সালাহর দল।
কারণ সহজ সমীকরণ নিয়েই করোনা বিরতির পর ফের মাঠে নেমেছিল লিভারপুল। চ্যাম্পিয়ন হতে ৯ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট দরকার অলরেডদের।
আর সেই সহজ সমীকরণ আরও একটু দূরে ঠেল দিল এভারটন। অপেক্ষা আরও বাড়াল লিভারপুলের সমর্থকদের।
রোববার রাতে লিভারপুলকে পূর্ণ ৩ পয়েন্ট নিতে দেয়নি লিভারপুল। গোলশূন্য ড্র-তে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সালাহদের।
এখন বাকি আট ম্যাচে ৫ পয়েন্ট পেলেই অধরা শিরোপার স্বাদ পাবে লিভারপুল।
রোববার রাতের ম্যাচের প্রায় পুরোটা সময়ই আধিপত্য বিস্তার করেছে অলরেডরা। কিন্তু এভারটনের জালে বল জাড়াতে পারেনি একটিও।
ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।
লিগের ৩০ ম্যাচ শেষে ৮৩ পয়েন্ট নিয়ে যথারীতি সবার ওপরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। লিভারপুলের সমান ম্যাচে ৫১ পয়েন্ট পাওয়া চেলসির অবস্থান চতুর্থ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি