সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
অনলাইন ডেস্ক ::
চট্টগ্রামের শিশু আলিনা ইসলাম আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় অন্যতম অভিযুক্ত আবির মিয়ার মা, বাবা এবং বোনকে এবার গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে মা আলো বেগম, বাবা আজহারুল ইসলাম এবং বোন আঁখি আকতারকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরে তাদের চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহর আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, আয়াত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে আবিরের মা, বাবা এবং বোনকে সোমবার রাতে গ্রেফতার দেখানো হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, আগে থেকে রিমান্ডে থাকা আবিরের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। তার দেয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আবিরের দেওয়া তথ্যে মা, বাবা এবং বোনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই আবিরের পরিবারের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়াত। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আবির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আয়াতকে ছয় টুকরো করে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।
বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি