সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ১৮, ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সারাদেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন হলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পালন করা হয়নি। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের ছিল না কোনো কর্মসূচিও। জাতির পিতার হত্যাকাণ্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন তাঁর এই জ্যেষ্ঠ কন্যা। উপজেলা আওয়ামীলীগের কোনো নেতাকেই দিবসটি পালন করতে দেখা যায়নি। দিবসটি পালন না করায় বিভিন্ন মহলে এখন আলোচনা-সমালোচনার ঝড়।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের তিনটি গ্রুপের কার্যালয়ে সারাদিন তালা ঝুলতে দেখা যায়। কাউকেই দেখা যায়নি আওয়ামী লীগ অফিসের আশপাশে।দিবস পালন না করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উঠেছেও নিন্দার ঝড়।
এ উপজেলায় জেলা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল হুদা মুকুটের অনুসারী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম ও জেলা আওয়ামীলীগ সভাপতি মতিউর রহমান অনুসারী উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ফরিদ আহমেদ তারেক এবং জেলা সহসভাপতি সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক ও সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনের অনুসারীর এক অংশের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক।
উপজেলা আ”লীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম বলেন আমি এখন নৌকায় আছি পরে কথা বলছি বলে ফোন কেটে দেন। পরবর্তীতে প্রতিবেদক যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এক অংশের আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক বলেন বন্যার পানিতে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। এজন্য দিবসটি পালন করা হয়নি। এমনকি সামনের দিনে উপজেলা আওয়ামীলীগের সম্মেলনসহ কয়েকটি প্রোগ্রামের তারিখ পরিবর্তেন পরিকল্পনা করা হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগ আহবায়ক ফরিদ আহমদ তারেক বলেন বন্যার জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকা ঝাঁকঝমক ভাবে দিবসটি পালন করা হয়নি। ঘরোয়া ভাবে দিবস পালন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি