সিলেট ৬ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
অনলাইন ডেস্ক :;
দক্ষিণ আফ্রিকায় করোনা আক্রান্তের সংখ্যা দেড় লাখ পার হয়েছে। সে সঙ্গে মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু হয়েছে দেশটিতে। এক সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে ৭ হাজার লোক করোনা আক্রান্ত হওয়ায় দেশটির আবার কঠিন লকডাউনে ফিরে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জুয়েলি এমকিজে।
মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ ১২৮ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫৭ জনে।
গত সপ্তাহে মৃত্যুর হার কমে ১.৮ শতাংশে আসলেও কয়েকদিনের ব্যবধানে তা বেড়ে আবার ২.৪ শতাংশে পৌঁছেছে। অপরদিকে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১২০৯ জনে।
এর মধ্যে গত দুই সপ্তাহ দেশটিতে আক্রান্ত রোগীর সুস্থতার হার ৫২ শতাংশে পৌঁছলেও কয়েকদিনের ব্যবধানে তা নেমে এসেছে ৪৮.৬ শতাংশে। সব মিলিয়ে বর্তমানে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকারের স্বাস্থ্য অধিদফতর দেশটিতে আবার লকডাউনের ৫ম স্তরে ফিরে যাওয়ার কথা চিন্তা করছে।
বুধবার সকালে প্রিটোরিয়ায় স্বাস্থ্যমন্ত্রী জুয়েলি এমকিজে গণমাধ্যমে বলেন, করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় আমরা আবার লকডাউনের ৫ম স্তরে ফিরে যাওয়ার কথা ভাবছি। যদিও এখনও লকডাউনের ৩য় স্তর চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি