সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
অনলাইন ডেস্ক :; সিরিয়ায় আবারও সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের শহরগুলোর রাস্তায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা।
বিবিসি জানিয়েছে, ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে অভ্যুত্থান যেখান থেকে শুরু হয়েছিল, সেখানেই আবার ফিরে এসেছে বিক্ষোভকারীরা।
যুদ্ধবিধস্ত দেশটির খাদ্যাভাবের কারণেই এবার বিক্ষোভ শুরু হয়েছে। সিরিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি। দুটি বিশ্বযুদ্ধ যোগ করলে যতদিন ধরে চলেছিল – সিরিয়ার যুদ্ধ চলছে তার চেয়ে বেশি দিন ধরে।
যুক্তরাষ্ট্রের হিসেবে, এই যুদ্ধে প্রায় ৭ লাখ লোক নিহত হয়েছে, আর যারা বেঁচে আছে তাদের ৯০ ভাগই জীবন কাটাচ্ছে দারিদ্র্যের মধ্যে।
এবছর সিরিয়ায় খাবারের দাম দ্বিগুণ বেড়ে গেছে। এর সঙ্গে যোগ হয়েছে লেবাননে ব্যাংক ব্যবস্থায় ধস।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতরের প্রধান স্যার মার্ক লোকক বলছেন, সিরিয়ানরা এখন গণক্ষুধার শিকার যা এক বা দু বছর আগেও ছিল না। এ ঘটনা ঘটছে এমন সময় যখন পৃথিবী কোভিড-১৯ মহামারির অর্থনৈতিক পরিণাম সবেমাত্র উপলব্ধি করতে শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি