সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতি ধারন সূচকে বাংলাদেশের দু’ধাপ অবনতি। কুয়েতে মানব ও মুদ্রা পাচারের চাঞ্চল্যকর মামলায় সাজাপ্রাপ্ত লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য মোঃ শহিদ ইসলাম উরফে পাপলু, গত ২৯ জানুয়ারি মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলায় ৫ তলা বিশিষ্ট একটি ডিগ্রি কলেজ নির্মাণ কাজ শেষ না হতেই ভেঙ্গে পড়েছে দরজা ও ভবনে ছাদ চুয়ে চুয়ে পড়ছে পানি। এই উপজেলার ফায়ার স্টেশন ভবন নির্মাণে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট। হবিগঞ্জের লাখাই উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি নষ্ট হয়ে পড়ে আছে।
উন্নয়ন প্রকল্পের নামে যা হচ্ছে এই সংবাদে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, কুয়েতে সাংসদ নামের কলংক পাপলুর কারাদন্ড, অর্থদন্ডে বাংলাদেশের ভাবমূর্তি আজ ক্ষুন্ন হয়েছে। প্রকৃত দেশপ্রেমিক ও রাজনীতিবিদদের মূল্যায়ন না করে অসাধু ব্যবসায়ীদের রাজনীতিতে পুনর্বাসনের ফলে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেখতে হচ্ছে জাতিকে।
গণতন্ত্র ও নির্বাচনের নামে একশ্রেনির নেতা-নেত্রীরা অবৈধ অর্থ লিপ্সার ফলেই দেশের রাজনীতি আজ কুলশিত হচ্ছে। অনতিবিলম্বে পাপলু’র সংসদ সদস্য পদ বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষের কাজে জোর দাবী জানান। পাশাপাশি সরকারি কর্মচারী-কর্মকর্তাদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান বাধ্যমূলক না করা ফলে দুর্নীতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনতিবিলম্বে এই বিধানটি কার্যকরার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়। অন্যথায় সরকারের ভিশন-৪১ ভেস্তে যেতে পারে। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি