সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
স্পোর্টস ডেস্ক :; সম্প্রতি সাবেক ক্রিকেটার, কোচ বা ধারাভাষ্যকাররা তাদের পছন্দের একাদশ বাছাই করছেন।
কিছুদিন আগে জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ তার পছন্দের বর্তমান সময়ের সেরা ওয়ানডে একাদশ প্রকাশ করেন। যেখানে অলরাউন্ডার হিসাবে বাংলাদেশের তারকা ক্রিকেটর সাকিব আল হাসান স্থান পেয়েছেন।
এবার সেরা ওয়ানডে একাদশ বেছে নিলেন অস্ট্রেলিয়ার সাবেক চায়নাম্যান স্পিনার ব্র্যাড হগ। কিন্তু তার পছন্দের তালিকায় নেই সাকিব।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ব্র্যাড হগ জানান, ২০১৯ সালের পরিসংখ্যানের উপর ভিত্তি করে একাদশ সাজিয়েছেন।
সঙ্গত কারণেই সেখানে সাকিবের ঠাই পাওয়ার কথা ছিল। কারণ গত বছরের বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ৮ ম্যাচে ব্যাটিংয়ে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন সাকিব। বল হাতে ১১ উইকেট নেন তিনি।
অথচ সাকিবের এমন দুর্দান্ত পারফরম্যান্স চোখে পড়েনি ব্র্যাড হগের।
স্পিন অলরাউন্ডার হিসাবে সাকিব নয়,হগের পছন্দ ভারতের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাকে।
সেরা ওয়ানডে একাদশ সাজাতে গিয়ে হগ ওপেনিংয়ের জন্য বেছে নিয়েছেন নিজের দেশ অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে। তাকে সঙ্গ দেবেন ভারতের হিটম্যান রোহিত শর্মা। নেতৃত্ব দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলির কাঁধে।
কোহলির আউটের পর ব্যাট হাতে নামাতে হগের পছন্দ পাকিস্তানে ‘নাম্বার থ্রি’ পজিশন কাঁপানো ব্যাটসম্যান বাবর আজমকে।
পরের দুই পজিশনে হগ নিয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপ হিরো-বেন স্টোকস আর জস বাটলারকে। উইকেটরক্ষক হিসাবে বাটলারকে পছণ্দ তার।
হগের সময় সেরা ওয়ানডে একাদশ :
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক, লুকি ফার্গুসন, মোহাম্মদ শামি এবং ইয়ুজবেন্দ্র চাহাল।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি