সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১
ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে নতুন করে কুঁচকিতে চোট পেয়েছেন সাকিব আল হাসান। নতুন করে পাওয়া এই চোটের কারণে বৃহস্পতিবার থেকে মিরপুর শেরেবাংলায় শুরু হতে যাওয়া টেস্টে খেলা হচ্ছে না সাকিবের।
এদিকে আগামী ২০ মার্চ দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সময়ে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে যুক্তরাষ্ট্রে থাকতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন সাকিব।
এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে জানিয়েছেন, নিউজিল্যান্ড সফর থেকে সরে দাঁড়ানোর আবেদন করে আমাদের কাছে চিঠি দিয়েছে সাকিব। সন্তানসম্ভবা স্ত্রীর কাছে থাকতে এ সময় সে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে চায়। আমরা এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।
সাকিব তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন।
নিউজিল্যান্ড সফরে ২০, ২৩ ও ২৬ মার্চ ডানেডিন, ক্রাইস্টচার্চ এবং ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শেষে ২৮, ৩০ ও ১ এপ্রিল হ্যামিল্টন, নেপিয়ার এবং অকল্যান্ডে হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ২২ ফেব্রুয়ারি সফর শেষে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার কথা রয়েছে টাইগারদের।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি