সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :
ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সময় প্রতিনিধিত্বকারী খেলোয়াড় হলেন সাকিব আল হাসান।
৮ বছরের ক্যারিয়ারে আইপিএলের মাঠ, উইকেট, বিভিন্ন দলের খেলোয়াড়দের সক্ষমতা বিষয়ে বেশ ভালোই জানা তার।
সেই অভিজ্ঞতা থেকেই আইপিলের সেরা একাদশ বেছে নিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের সাজানো আইপিএল সেরা একাদশ প্রকাশ করলেন সাকিব আল হাসান।
সাকিবের একাদশে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলোয়াড়রা।
যে কারণে খেলা ছেড়ে রাজনীতির মাঠে পুরোপুরি ব্যস্ত হয়ে পড়া কেকেআরের গৌতম গম্ভীরকে বেছে নিয়েছেন অধিনায়ক হিসাবে।
অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারকেও রেখেছেন।
ওপেনিংয়ে কেকেআরের রবিন উথাপ্পার বিকল্প ভাবছেন না সাকিব। আর নিজেকে রেখেছেন অলরাউন্ডার হিসাবে পাঁচ নম্বরে।
দলের ঘূর্ণির জাদু দেখাতে ক্যারিবীয় সুনিল নারিনকেই বেশি পছন্দ সাকিবের।
হায়দ্রাবাদের আফগানি লেগ স্পিনার রশিদ খান জায়গা পায়নি সেই একাদশে।
আর পেস আক্রমণে ভারতের ক্ষুরধার বোলার ভুবনেশ্বর কুমারের হাতেই বল দিতে চান সাকিব। এরপর লক্ষ্মীপতি বালাজি আর উমেশ যাদবকে পছন্দ তার।
উল্লেখ্য, এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল মাতিয়েছেন সাকিব। তবে কেকেআরের সঙ্গেই সুখস্মৃতি বেশি তার। ওই দলের হয়ে দুইবার শিরোপা জিতেছেন।
সাকিবের আইপিএল একাদশে আছেন যারা – রবিন উথাপ্পা, ডেভিড ওয়ার্নার, গৌতম গম্ভীর (অধিনায়ক), মনিশ পান্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, ভুবনেশ্বর কুমার, লক্ষ্মীপতি বালাজি ও উমেশ যাদব।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি