সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
অনলাইন ডেস্ক :: দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে ফিরেছেন জেমি সিডন্স। ১৯-২০ বছরের যে ছেলেগুলোকে রেখে গিয়েছিলেন তারা এখন দলের সিনিয়র সদস্য। অনেকের সময়ও হয়ে গেছে ক্রিকেটকে বিদায় বলার। কিন্তু তার আগে নিজেদের সেরা সময়ে আছেন বলে জানিয়েছেন জেমি সিডন্স।
চট্টগ্রামে তামিম-মুশফিকের সেঞ্চুরি, ঢাকা টেস্টে ফিরে আবারও মুশফিকের সেঞ্চুরি। দলের হাল ধরতে শিখে গেছেন লিটন দাসও। প্রথম টেস্টে ৮৮ রানের পর দ্বিতীয় টেস্টে পেয়েছেন সেঞ্চুরি। ছাত্রদের এমন পারফর্ম তাকে বলতে বাধ্য করেছে, আগের বাংলাদেশ দল আর নেই। এসেছে অনেক পরিবর্তন।
ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু আগে জেমি সিডন্স বলেছেন, ‘সত্যি করে বললে, আমি অনেক পরিবর্তন দেখছি, পারফরম্যান্স ও অ্যাটিচিউড দুই দিক থেকেই। তারা এখন অনেক বেশি পেশাদার। আমার মনে হয় সিনিয়ররা এখনও সেরা খেলোয়াড়, লিটনকে বাদ দিলে হয়তো… সে এখন সিনিয়র খেলোয়াড় হওয়ার পথে, অনেক টেস্ট খেলে ফেলেছে।’
পেসারদের মাঝেও দারুণ উন্নতি দেখছেন জেমি। সাম্প্রতিক সময়ে দেশের বাইরে দুর্দান্ত পারফর্ম করতে দেখা গেছে শরিফুল ইসলাম, এবাদত হোসেনদের।’
পেসারদের নিয়ে জেমি বলেছেন, ‘আমার মনে হয় সবচেয়ে বড় বদলটা এসেছে পেস বোলারদের দিক থেকে, বাংলাদেশের এখন দুর্দান্ত কিছু পেসার আছে। এটা বাংলাদেশকে আরও শক্তিশালী দল হিসেবে গড়ে তুলবে।’
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি