সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২
অনলাইন ডেস্ক :: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াল সফরকারী ভারত। এই নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে ভারত।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভারতকে ৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
এ হারে লজ্জার রেকর্ডও গড়েছে বিরাট কোহলি-রোহিত শর্মারা। ওয়ানডে ম্যাচে সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন তাদের। এ পর্যন্ত ১০১৯ ম্যাচ খেলে ৪৩৬টিতে হেরে সবার শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। তালিকায় দুইয়ে থাকা শ্রীলঙ্কানরা ৮৭৮ ম্যাচ খেলে হেরেছে ৪৩৫ ম্যাচ। ৯৪৫ ম্যাচে ৪১৮ হার নিয়ে তিনে আছে পাকিস্তান। চারে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৮৫২ ম্যাচ খেলে হেরেছে ৪০২ ম্যাচ।
এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের শতক ও মাহমুদুল্লাহর ৭৭ রানের দারুণ ইনিংসে ভারতের সামনে ২৭২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ম্যাচ শেষ পর্যন্ত নিয়ে যান রোহিত শর্মা। তার ২৮ বলে ৫১ রানের ক্যামিও চাপিয়ে জয় নিজেদের করে নেয় সফরকারীরা।
বিডি-প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি