সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: অক্সিজেনের অভাবে ৭দিন বয়সী ভাতিজার মৃত্যুর অভিযোগ এনে সিলেট আল-মদিনা এম্বুলেন্স সার্ভিসের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) এসএমপির কোতোয়ালী থানায় তিনি এ সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯৬৭।
ডায়েরী সূত্রে জানা যায়- তুষারের ৭ দিন বয়সের ভাতিজা হৃদরোগ জনিত সমস্যা থাকায় সিলেট থেকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর নিয়ে যেতে আল-মদিনা এম্বুলেন্স সার্ভিস থেকে অক্সিজেনযুক্ত একটি এম্বুলেন্স ভাড়া করেন। বুধবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার সময় এম্বুলেন্সযোগে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ভৈরব পৌছে হঠাৎ করে এম্বুলেন্সযুক্ত গাড়িটি নষ্ট হয়ে যায়। পরে ড্রাইভার তপুর আল-মদিনা এম্বুলেন্স সার্ভিসের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অক্সিজেন বিহীন একটি গাড়িতে তুলে দেন। যেহেতু রোগী একজন হৃদরোগ জনিত কারনে অসুস্থ, তাই অক্সিজেন ছাড়া ঢাকায় নেওয়া মারাত্মক ঝুকি। তবুও আর কোন উপায় না পেয়ে অক্সিজেন বিহীন গাড়িতে ভৈরব থেকে ঢাকায় রওয়ানা দেন তুষারের ভাই ও ভাবী।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার ২০ মিনিট পর তুষারের ভাতিজা মারা যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন আব্দুল আলীম তুষার।
তবে- এ ঘটনাকে পুরোপুরি মিথ্যা বলে উলেখ করেছেন আল-মদিনা এম্বুলেন্স সার্ভিসের পরিচালক শাহবাজ আহমদ। তিনি বলেন, খুব বেশী ঝড়-তুফান থাকার কারনে ভৈরতে গিয়ে এম্বুলেন্সটি নষ্ট হয়ে যায় ঠিক, পরে আরেকটি অক্সিজেনযুক্ত এম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠানো হয়। উনি যে অভিযোগ করেছেন তা আদৌ সত্য নয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি