সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : আর কত নারী তার সম্ভ্রম হারাবে, আর কত নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হবে। বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে দেশের বিভিন্ন জায়গায় পর পর এতটা ধর্ষণ মানবতা বিপন্ন। দূস্কৃতিকারীরা আইনের আওতায় আসলেও বাংলাদেশে বর্তমান সময়ে ধর্ষণকারীর যে সাজা তা কোন রকমই মেনে নেওয়ার মত নয়। তাই অনতিবিলম্বে আইন সংশোধনের মাধ্যমে এই নরপশুদের মৃত্যুদন্ড নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন সর্বস্তরের মানুষ।
সিলেটের এমসি কলেজ ও নোয়াখালি সহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণ’র প্রতিবাদে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়ন ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত মানব বন্ধনে বক্তারা এসব কথা বলেন। ১১ অক্টোবর রোববার বিকাল ৩টায় চিকনাগুল বাজারে অনুষ্ঠিত মানব বন্ধনে নেতৃত্ব দেন স্থানীয় সমাজসেবী ও ত্রুীড়া সংগঠক মোঃ জাহাঙ্গীর আলম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট্য সমাজসেবী আলমঙ্গীর আলম আদিল, স্থানীয় ইউ/পি সদস্য নজরুল ইসলাম, সাইফ উদ্দিন, চিকনাগুল বাজার সমিতির সভাপতি আব্দুর রহমান, চিকনাগুল ইউনিয়ন ছাত্র সংঘের সভাপতি মনির আহমদ শৈকত, সদস্য আব্দুল মালিক আমন, ছাত্র কল্যাণ পরিষদ চিকনাগুলের সাধারণ সম্পাদক নাহিদ এ শিপন, ছাত্রলীগ নেতা মামুন হোসেন জাকারিয়া, জৈন্তাপুর ট্রাক শ্রমিক আঞ্চলিক কমিটির কোষাধ্যক্ষ সেলিম আহমদ, চিকনাগুল ইউনিয়ন ছাত্র সংঘের সদস্য মোঃ জামান, আব্দুর রহমান এ আর, রাহাত আহমদ, ফরহাদ রাহাত, মোস্তফা কামাল রোমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি