সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ১৩ পুলিশ কর্মকর্তাকে একই দিনে বদলি করা হয়েছে। পাশপাশি নতুন করে পদায়ন করাও হয়েছে তাদের। বদলিকৃতরা পুলিশ সুপার পদমর্যাদার।
বৃহস্পতিবার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।
প্রজ্ঞাপনে দেখা গেছে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. জাবেদুর রহমানকে একই ইউনিটের উপকমিশনার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার রওশনুজ্জামান সিদ্দিকীকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট সিলেট জোনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার সুজ্ঞান চাকমাকে সিআইডির পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত কমিশনার বিভূতি ভূষন বানার্জীকে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খানকে একই রেঞ্জের পুলিশ সুপার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার,সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুল ওয়াহাবকে একই ইউনিটের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সারোয়ার আলমকে কক্সবাজারের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার নিকুলিন চাকমাকে সুনামগঞ্জের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট এবং অতিরিক্ত উপকমিশনার ইমাম মোহাম্মদ শাদিদকে একই ইউনিটের উপকমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়াও মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুল হককে মুন্সীগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার, এসএমপির অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসাকে সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, সিলেটের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী পুরকায়স্থকে একই সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি