সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত সিলেটের ৮ গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বুধবার (১০জুন) কোভিড-১৯ আক্রান্ত সাংবাদিকবৃন্দের বাসায় বাসায় মৌসুমী ফল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠান। আর এগুলো পৌছেদেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে আহসান রাব্বী।
সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ফজলে আহসান রাব্বী জানান, করোনা’র বিরুদ্ধে যুদ্ধের প্রথম সারির যোদ্ধাগন, কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এ আক্রান্ত। তাই সিলেটের সাহসী গনমাধ্যম কর্মীদের বাসায় বাসায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির কিছু মৌসুমি ফল পাঠিয়েছেন। তিনি তা সবার বাসায় পৌঁছে দেন।
তিনি আরও জানান, চেয়ারপারসনের উপদেষ্টা কোভিড-১৯ আক্রান্ত সাংবাদিকবৃন্দের বর্তমান শারীরিক অবস্থার সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন এবং তাদের আশু রোগমুক্তি কামনা করেন।
উল্লেখ্য, করোনাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হন দৈনিক সমকাল এর সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিস্ট কমিশনের সভাপতি রোটারিয়ান ফয়সল আহমদ বাবলু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ, সিলেট সান ডট কম’র বার্তা সম্পাদক ও দৈনিক আলোকিত সময়ের ব্যুরো প্রধান এবং শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সুলতান সুমন, যমুনা টিভির ক্যামেরাপার্সন নিরানন্দ পাল, ইন্ডিপেণ্ডেন্ট টেলিভিশনের মাধব কর্মকার ও দৈনিক সবুজ সিলেটের সাবেক স্টাফ রিপোর্টার আবুল হোসেন এবং চ্যানেল এস এর রুহিন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি