সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: শারদীয় দুর্গা পূজার আগে দৈনিক মজুরি বৃদ্ধি ও উৎসব বোনাসের দাবিতে আজও সিলেটের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন ও ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।
সোমবার সকালে (১২ অক্টোবর) সিলেট এয়াপোর্ট রোডে এলাকায় এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা
বিভিন্ন স্লোগান দিতে থাকনে ।
শ্রমিকরা বলেন, চা শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরির দাবি দীর্ঘদিনের। বারবার বিভিন্ন প্রতিশ্রুতি পেলেও এ দাবি বাস্তবায়ন হয়নি।
গত ২২ মাসের বোনাস বকেয়া রয়েছে দাবি করে শ্রমিকরা বলেন, করোনা মহামারীর দোহাই দিয়ে বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে তাদের। কিন্তু করোনা মহামারীর চ্যালেঞ্জিং সময়েও চা বাগানে কাজ করে গেছেন শ্রমিকরা।
বাংলাদেশ চা শ্রমিক নেতারা বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি একটি নিয়মতান্ত্রিক বিষয়। চা বাগানের মালিকপক্ষের সংগঠন বাংলাদেশী চা সংসদ এ সময়ের মধ্যে মজুরি বৃদ্ধি না করায় চা শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। তারা জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ উৎসব বোনাস প্রদান করতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি