সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে দুই নারী ও এক পুরুষ সহযোগীসহ পুলিশের জালে আটকা পড়েছেন ‘মাদক সম্রাট’ মো. শাহীন আহমদ (৪০)। শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শাহীনের বাড়ি থেকে তাদের আটক করে দক্ষিণ সুরমা থানাপুলিশ। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা জানায়, শনিবার দিবাগত (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার মাদক সম্রাট মো. শাহীন আহমদের বাড়িতে (স্বর্ণালী ব্লক-বি-৪৫) অভিযান চালিয়ে দক্ষিণ থানাপুলিশ বাড়ির মালিক ও মাদকের ডিলার মো: শাহীন আহমদ (৪০), মো. রানা (২৮), আম্বিয়া আহমেদ নীল (২৯) ও লাকী বেগম (২৬)- এই চারজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ৩ শ ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম। সঙ্গে ছিলেন এসআই কল্লোল গোস্বামী, এসআই স্নেহাশীষ পৈত্য, এএসআই সঞ্জয় চন্দ্র দেব ও কনস্টেবল রুজিনা আক্তার।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি