সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর এলাকা থেকে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৪১ বোতল ফেন্সিডিলের একটি চালক জব্দ করেছে র্যাব। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির টাকা জব্দ করে র্যাব।
রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে ওইদিন ভোরে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে র্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে বাছিত আহমেদ (২৭) মোগলাবাজার থানাধীন কুচাই সারপিন গ্রামের মৃত নাজিম উদ্দিন আহমেদের ছেলে হাসান মিয়া (৩৫)।
সিলেট র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ২ ফেন্সিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও ফেন্সিডিল জব্দ করে র্যাব।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি