সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেটে বসে স্টুডেন্ট কনসালটেন্সির নামে আমেরিকার ভিসা জালিয়াতির অভিযোগে কনসালটেন্সি ফার্মের এক মালিককে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকা অ্যাম্বাসির অভিযোগ পেয়ে সোমবার দুপুরে নগরীর জেলরোডস্থ ‘এডুকেশন কেয়ার’ নামক প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল্লাহ আল নোমানকে (৩৬) গ্রেফতার করা হয়।
নোমান সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি ‘এডুকেশন কেয়ার’র প্রতিষ্ঠাতা ও পরিচালক বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, ‘এডুকেশন কেয়ার’ নামক এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকান দূতাবাস ভিসা জালিয়াতির অভিযোগ দায়ের করেছে। প্রতিষ্ঠানটি ভিসার জন্য ভুয়া সার্টিফিকেট, ব্যাংক স্টেটমেন্ট ও কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করতো। আমেরিকা অ্যাম্বাসির অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল্লাহ আল নোমানকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি