সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: ভয়াবহ বন্যার কবলে পড়া সিলেটের মানুষদেরদের মধ্যে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষে ত্রান বিতরন করা হচ্ছে। এবারের বন্যার শুরু থেকে সিলেট সদর, জৈন্তাপুর, কানাইঘাট সহ জেলার বিভিন্ন এলাকায় এ ত্রান কার্যক্রম চালানো হচ্ছে।
সিলেটের ত্রান বিতরণ কার্যক্রমের টিম লিডার ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় নেতা ও সিলেট জেলার সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম বৃহস্পতিবার জৈন্তাপুর এলাকায় ত্রান বিতরনকালে জানিয়েছেন- প্রতিদিনই সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের পক্ষে ত্রান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষদের কাছে শুকনো খাবার সহ নানা সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চিকনাগুল বাজার কমিটির সভাপতি মাওলানা আব্দুর রহমান, যুবনেতা সাইফুল্লাহ, মুহিবুর রহমান। এর আগে কানাইঘাটের সাতবাক ইউনিয়নে চাল ডাল বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুব সংহতির সহ সভাপতি ইউপি সদস্য কামরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি