সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব ৯এর যৌথ অভিযানে ফিজা স্বাদসহ ৯টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। নিম্নমানের খাদ্য সামগ্রী প্রস্তুত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তাদেরকে এ জরিমানা করা হয়।
র্যাব জানায়, সিলেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব ৯এর যৌথ অভিযানে মঙ্গলবার (২ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরী ও জৈন্তাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিজা, স্বাদসহ মোট ৯টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়।
এর মধ্যে, ফিজা এন্ড কোং কে ১০ হাজার টাকা, স্বাদ’কে ১০ হাজার টাকা, প্রিন্স রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারকে ১০ হাজার টাকা, সুমেল স্টোরকে ২ হাজার টাকা, মীম ড্রিংকিং ওয়াটারকে ১০ হাজার টাকা, শাহ কবির ফার্মেসীকে ৫ হাজার টাকা, আজমীর রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, নিখাদ স্টোরকে ৫ হাজার টাকা, মুসলিম সুইটসকে ৩০ হাজার টাকাসহ মোট ৮৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ ও শ্যামল পুরকায়স্থ, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন, এএসপি আফসান আল আলম।
র্যাব ৯ এর মুখপাত্র এএসপি ওবাইন জানান জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি