সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক :; করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে গণপরিবহনসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট জেলায় একযোগে অভিযান পরিচালনা করে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকার ঘোষিত করোনা স্বাস্থ্যবিধির নির্দেশনা অমান্য করার ১৫৫ জনকে জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব জানান, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে বিকেল পর্যন্ত সিলেট জেলায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সিলেট মহানগরে ৭টি এবং বিভিন্ন উপজেলায় ১১টি অভিযান পরিচালনা করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মহানগরীতে আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় পর্যায় সহকারী কমিশনারগণ (ভূমি) অভিযানের নেতৃত্ব দেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি