সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
অনলাইন ডেস্ক :: বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টায় মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, যিনি এদেশের গণতন্ত্রের ধারক ও বাহক সেই সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব পরিবর্তনের সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ। এই বীর উত্তম খেতাব দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের সাথে একাকার হয়ে মিশে আছে। একটি আরেকটির পরিপূরক। সূতরাং অবৈধ সরকার তার মাফিয়াবাদের দুষ্কর্ম ঢাকতে নতুন করে আরেকটি ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করেছে। যে সরকারের নির্বাচিত হওয়ার কোন খেতাব নেই সেই সরকার রাষ্ট্রীয় খেতাব নিয়ে ছিনিমিনি খেলছে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অস্তিস্থ সংকটে ভোগা দানবীয় সরকারকে আন্দোলনের মাধ্যমে হঠাতে হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে।
বক্তারা স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলসহ জাতীয় সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলার প্রত্যাহারের জোর দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি স্বেচ্ছাসেবক দল নেতা মিফতাউল কবির মিফতা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহিদুল ইসলাম কাদির, রিনুক আহমদ, জয়নাল আবেদীন, আমির হাসান শামীম, আজিজুল হোসেন আজিজ, দিলাল আহমদ, মোস্তফা কামাল ফরহাদ, সিদ্দেক আলী, আখতার আলী, আবুল কালাম, মখলিছ মিয়া, জালাল উদ্দিন, মনজ দেব, মনোয়ার হোসেন খলিল, লাহিন চৌধুরী, জিএম সুমন, সায়েস্তাউর রহমান সায়েস্তা, সালমান আহমদ নান্টু, মো. আখতার মিয়া, মনিরুজ্জামান মিজান, এনামুল হক জয়, পাপলু আহমদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি