সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
অনলাইন ডেস্ক: সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ১৬ হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে এই বিভাগে সুস্থ হয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ১৪৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৯ হাজার ৬৬৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৯১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৩২ জন রয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ২৭৮ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২১৪ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
বিভাগে এ পর্যন্ত ১৫ হাজার ৩৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৪২৮ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫০৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৬০৭ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৮২৩ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ২৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ও মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি