সিলেট ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২১
নিজস্ব প্রতিবেদক :: জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার ও একটি সিএনজি অটোরিকশা গাড়ি জব্দ করেছে। এ সময় এবাদুর রহমান (৩১) নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এবাদুর রহমান খলাছড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মুফজ্জিল আলীর ছেলে।
বুধবার (৭ এপ্রিল) জকিগঞ্জ থানা পুলিশ ইয়াবা ব্যবসায়ী এবাদুর রহমানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে মঙ্গলবার (৬ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাদ্রাসা বাজারস্থ জকিগঞ্জ শেওলা অভিমুখী আগত একটি সিএনজি গাড়িকে তল্লশি করে ২ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি গাড়িসহ আসামী এবাদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম (ওসি) জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এই লকডাউনের সময়ও মাদক ব্যবসায়ীরা বসে নেই। পুলিশ লকডাউন বাস্তবায়নে সময় পার করছে। সেই সুযোগে মাদক ব্যবসা চলছে। কিন্তু পুলিশও তৎপর আছে। গ্রেফতারকৃত এবাদুর রহমানকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি