সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) বিকাল ৫ টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর সভাপতি আব্দুল মালেক খান লায়েক ও সাধারণ সম্পাদক আর. সি. টিটো আহমদ এর নেতৃত্বদীন নবগঠিত কমিটির উদ্যোগে এসোসিয়েশনের পক্ষ থেকে এ সময় প্রায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন- সহযোগী অধ্যাপক প্রবীর রায়, ব্যারিষ্টার মোসতাকিম রাজা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ খান, খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবী গোলাম কিবরিয়া মাসুক, সমাজসেবী শেখ সুরুজ আলম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল জাফর, সমাজসেবী সুহেল রানা, জহির খান, আবুল কালাম আজাদ, আহমদ রুবেল, নিজাম উদ্দিন, শমশের আহমদ, আল আমিন আহমদ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ, বলেন সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক একটি সামাজিক সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময় তাদের সামর্থ্য অনুসারে গরীব ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। বর্তমানে সিলেট শহরে বন্যায় অনেক মানুষ আজ বিপদে। অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই সংগঠন আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবান এবং প্রবাসীদেরকে গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি