সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর বুধবার আরো ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বুধবার (১০ জুন) রাতে জানান আজ মোট ১৭৯ জনের করোনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৫৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ ৫৫ জনই করোনা আক্রান্ত। আক্রান্ত ৫০ জনই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ বুধবার (১০ জুন) সকাল পর্যন্ত ১৬৯৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯৮৮ জন, সুনামগঞ্জে ৩৫০ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২ জন। এছাড়াও গতকাল মঙ্গলবার রাতে ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিনে সিলেট বিভাগের ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে তারা কোন জেলার তা এখনো জানা যায় নি। তাদের ঠিকানা জানা না যাওয়ায় তাদেরকে আজকের প্রতিবেদনে লিপিবদ্ধ করা হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি