সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার আরো ৫০ জন করোনা আক্রান্ত হয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় মঙ্গলবার রাতে জানান আজ মোট ৯৪ জনের করোনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৫০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। অর্থাৎ ৫০ জনই করোনা আক্রান্ত। আক্রান্ত ৫০ জনই সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে আজ মঙ্গলবার (৯ জুন) সকাল পর্যন্ত ১৬২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৯৩৯ জন, সুনামগঞ্জে ৩২৯ জন, হবিগঞ্জে ২০৮ জন ও মৌলভীবাজারে ১৫২জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ১৬৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৪১ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৯৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২০ জন ও মৌলভীবাজারে ৫ জন।
সিলেট বিভাগে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৪০৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ১২৮ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১৩৫ জন ও মৌলভীবাজারে ৬২জন।
জানা গেছে, এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৭ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৮ জন, মৌলভীবাজারে চার জন সুনামগঞ্জে তিনজন ও হবিগঞ্জে দুইজন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি