সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দুই হাজার পেরিয়েছে। বুধবার এ জেলায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৮ জন। বুধবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৮ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৬৮ জন নতুন এবং বাকি ১০ জনের ফলোআপ।
সব মিলিয়ে সিলেট জেলায় এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ২ হাজার ১২ জনের। আক্রান্ত দুই হাজারের মধ্যে প্রথম একহাজার জন আক্রান্ত হয়েছিলেন ৬৬ দিনে আর শেষ পাঁচশ আক্রান্ত হতে সময় লেগেছে মাত্র ১৪ দিন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সু্ত্রে এ তথ্য জানা গেছে।
সুত্র জানায়, সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৫ এপ্রিল। ওসমানী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মঈন উদ্দিন সিলেট জেলার প্রথম করোনা আক্রান্ত রোগী। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। তবে মে মাসের শেষ দিকে এসে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে প্রবলভাবে গত ৩১ মে পাঁচশ অতিক্রম করে এ সংখ্যা। প্রথম পাঁচশ জন আক্রান্ত হয়েছিলেন ৫৬ দিনে। পরবর্তী পাঁচশ জন আক্রান্ত হন মাত্র ১০ দিনে। গতকাল বুধবার সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়ে যায়। অর্থাৎ শেষ এক হাজার আক্রান্ত বাড়তে সময় লেগেছে মাত্র ১৪ দিন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সিলেট বিভাগে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩ হাজার ৭৬৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ২০১২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন, হবিগঞ্জে ৪৯২ জন ও মৌলভীবাজারে ৩৬৪ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ৬০৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ২০২ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২৩৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১৫৬ জন ও মৌলভীবাজারে ১৬ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি