সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
সাকিব আহমেদ :: “দুর্যোগে মোরা পাশে ছিলাম, আছি ও থাকবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে ২৩ জুন (বৃহস্পতিবার) বন্যাদুর্গত মানুষের মাঝে তৈরিকৃত খাবার , মিনারেল পানি ও নগদ অর্থ বিতরণ করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মোবারক হোসেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক হানিফ আলম চৌধুরী ও কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল এবং কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ , হাজী মিলাদ আহমদ, সৈয়দ তকরিমুল হাদী কাবী ও মস্তাক আহমদ পলাশ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোস্তফা ফরিদুল হোসেন কোরেশী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মোঃ সিরাজ উদ্দিন এবং বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ এ কে এম মাহমুদ ইমন।
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বিগত ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার রাত হতে বন্যাদুর্গত মানুষেরা নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে সিলেট জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট প্যাভিলিয়ন ভবনে প্রবেশ করেন। এমনকি সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়াম এবং জেলা ক্রীড়া ভবনও তাদের নিরাপদ আশ্রয়ের জন্য খোলা রাখা হয়েছে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক অবস্থানরত বন্যা দুর্গত মানুষদের জন্য তিনবেলা (সকাল. দুপুর ও রাত) খাবারের ব্যবস্থা করা হয়েছে-যা অব্যাহত রয়েছে। পাশাপাশি অত্র সংস্থার উদ্যোগে বিভিন্ন এলাকার বন্যা দুর্গত মানুষের মাঝে ২১ জুন ২০২২ তারিখ হতে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে-যা অব্যাহত রয়েছে। উক্ত কর্মসূচী চলমান থাকবে বলে জানিয়েছেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি