সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
অনলাইন ডেস্ক :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে ।
মঙ্গলবার (৯জুন) মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকার বহর আল বারাকা আবাসিক এলাকা থেকে অভিযান চালিয়ে ৪১২ বোতল উদ্ধার করা হয় । এসময় আটকৃতদের কাছ থেকে একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
আটকৃতরা হলো সিলেটের জকিগঞ্জের নরসিংহপুর গ্রামের মৃত কলমদর আলী ছেলে মো.জালাল আহমদ (৩২) । বর্তমানে সে এয়ারপোর্ট থানার নেছাড়াবাদ হাউজিং, মংলিরপাড় বাসিন্দা । শাহপরান থানার বহর পশ্চিম গ্রামের মৃত সৈয়দ শফিকুল ইসলামের ছেলে মো. কালাম (৪২)।
পুলিশের পরিদর্শক শিবেন বিশ্বাসের নেতেৃত্বে এসআই মাহবুবুর আলম মন্ডল, এসআইমোঃ রফিকুল ইসলাম, এএসআই ভূলন চন্দ্র দেব এবং অন্যান্য ফোর্সসহ টহলরত টিম উদ্ধারকৃত গাড়িসহ ফেনসিডিলের আনুমানিক মূল্য ১২ লক্ষ ১৮ হাজার টাকা।
এ ঘটনায় এসআই মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করলে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় । আসামীদের বিজ্ঞ মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি