সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনা সংক্রমণ রোধকল্পে নিরাপদ সড়ক চাই(নিসচা) সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৩) জুন দুপুর ১২ ঘটিকায় নগরীর কোর্ট পয়েন্টে এলাকায় সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু। নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু জানান, করোনা ভাইরাসের ক্রান্তিলগ্নে নিসচা কর্মীরা সারা বাংলাদেশে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এখন সংক্রমণ রোধ কল্পে নিসচা সিলেট মহানগর শাখা যাত্রী ও চালকদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা সিলেট মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, প্রকাশনা সম্পাদক আহসান হাবীব, ও সদস্য নুর কালাম প্রমুখ।
সিলেট নগরীতে নিরাপদ সড়ক চাই সিলেট মহানগরের পক্ষ থেকে মাকস বিতরন করা হয়
সিলেট নগরীতে 'নিরাপদ সড়ক চাই' মহানগর শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ।
Posted by Syl News BD on Monday, 22 June 2020
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি