সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: সীমান্তে পরস্পরের মুখোমুখি অবস্থান করা নিজেদের সেনাদের সরিয়ে নিতে সম্মত হয়েছে চীন ও ভারতীয় সেনাবাহিনী।
নয়াদিল্লির একটি সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, উত্তেজনা কমাতে দুই পক্ষই রাজি হয়েছে। সেনা সরিয়ে নেয়ার ক্ষেত্রে তারা পারস্পরিক একমত হয়েছেন।
সোমবার সীমান্তে কমান্ডারদের মধ্যে দীর্ঘ ১১ ঘণ্টার বৈঠকের ফল নিয়ে তথ্য দিতে গিয়ে তিনি এমন কথা বলেন।
৪০ চীনা সেনার হতাহত নিয়ে গণমাধ্যমের খবরকে ‘ভুয়া’ বলে উড়িয়ে দেন ঝাও।
রোববার ভারতের একজন মন্ত্রী গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ওই সংঘর্ষে চীন অন্তত ৪০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছিলেন।
১৫ জুনের নৃশংস লড়াইয়ে নিজেদের কত সেনা ভুক্তভোগী হয়েছে, তা প্রকাশ করেনি চীন।
পাথর ও লোহা গাঁথা কাঠের লাঠি দিয়ে দুই পক্ষের মারামারিতে ২০ ভারতীয় সেনা নিহত হন বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে।
গত মাস থেকে হিমালয়ের পশ্চিমাঞ্চলের লাদাখ অঞ্চলের বিভিন্ন এলাকায় পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের সেনারা মুখোমুখি অবস্থান করছে।
তবে গালওয়ান উপত্যকায় গত সপ্তাহের প্রাণহানি ছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের অংশে সোমবারের বৈঠকে ভারতীয় সূত্র জানিয়েছে, আন্তরিক, ইতিবাচক ও গঠনমূলক ছিল দুই পক্ষের আলোচনা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি