সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
অনলাইন ডেস্ক ::
ফের সীমান্তে চীন-ভারত উত্তেজনা বাড়ছে। দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠকের পরও অচলাবস্থা কাটছে না। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, পশ্চিম লাদাখ সীমান্তে সামরিক অবকাঠামো তৈরি অব্যাহত রেখেছে চীনা বাহিনী। বেইজিং দাবি করছে, গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে।তবে এ দাবি নাকচ করেছে ভারত।
বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
এদিকে বুধবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল উ কিয়ানএক বিবৃতিতে বলেন, গালওয়ানে চীনের সার্বভৌম অধিকার রয়েছে। বহু বছর ধরে সেখানে নজরদারি চালিয়ে আসছে চিনা বাহিনী। এ বছর এপ্রিল থেকে সেখানে একতরফাভাবে নির্মাণকাজ শুরু করে ভারতীয় সেনা, একাধিকবার তার প্রতিবাদ করে চীন।
বেইজিংয়ের এ বিবৃতির প্রতিবাদ করেছে দিল্লি। গালওয়ান উপত্যাকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবিকে প্রত্যাখ্যান করে ভারত বলছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টা গ্রহণ করা হবে না।
প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন নিয়ে ১৫ জুন লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ভারতীয় জওয়ানদের। এতে ২০ ভারতীয় সেনাবাহিনী নিহত হন। তবে চীনের পক্ষ থেকে হতাহতের বিস্তারিত জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি