সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
সুনামগঞ্জ প্রতিনধি :; ডেপুটি সিভিল সার্জনসহ সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জন শনাক্ত হয়েছেন। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে। সুনামগঞ্জে বর্তমানে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮২৬ জন।
জানা যায়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৩১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে, সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, ছাতক উপজেলায় ১৪ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় একজন, শাল্লা উপজেলায় একজন এবং দিরাই উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া সোমবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুনামগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন ১৯২ জন।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, আজকের রিপোর্টে সুনামগঞ্জের ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের দ্রুত আইসোলেশনে নিয়ে আসা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। করোনায় সোমবার সুনামগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আমাদের করোনায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯২ জন।
উল্লেখ্য, গেল ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার দিনই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন, তবে পরিস্থিতি বিবেচনা করে লকডাউন শিথিল করার পর থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে এবং বর্তমানে তা ৮০০ ছাড়িয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি