সিলেট ২৫শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২০
অনলাইন ডেস্ক :; বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
বান্দ্রা পুলিশ স্টেশনে রিয়াকে বৃহস্পতিবার প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানোর পর পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে সাদা পোশাকে, মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে বান্দ্রা থানায় যান রিয়া। জিজ্ঞাসাবাদ শেষে ক্লান্ত, বিধ্বস্ত রিয়া থানা থেকে বেরিয়ে যান সন্ধ্যায়।
মুম্বাই পুলিশ সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জিজ্ঞসাবাদে সুশান্তের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন রিয়া। শুধু তাই নয়, নভেম্বরে তাদের বিয়ের খবরও সত্যি ছিল। সে জন্য বাড়িও খোঁজা হচ্ছিল। বিয়ের আগে থেকেই তারা লিভটুগেদার করতেন।
রিয়া আরও জানিয়েছেন, লকডাউনের একটা দীর্ঘ সময় সুশান্তের বান্দ্রার ফ্ল্যাটে একসঙ্গে কাটিয়েছেন। কিন্তু সুশান্তের মৃত্যুর দিন কয়েক আগে তার সঙ্গে মনোমালিন্য হয় তার। এরপর থেকে আলাদা থাকতে শুরু করেন।
এদিকে রিয়ার ফোন স্ক্যান করে পাওয়া গেছে দুজনের ব্যক্তিগত মুহূর্তের অসংখ্য ছবি, টেক্সট মেসেজ। মুম্বাই পুলিশ জানিয়েছে, ঝগড়া হওয়ার পরও দুজনের কথা হত। এমনকি মৃত্যুর আগের রাতে ঘুমোনোর আগে রিয়াকেই শেষ বার ফোন করেছিলেন সুশান্ত।
তবে রিয়ার বয়ানে বার বারই উঠে এসেছে সুশান্তের আচরণগত পরিবর্তনের কথা। রিয়া পুলিশকে প্রমাণ দেখিয়েছেন, কীভাবে ব্যবহার বদলে যাচ্ছিল সুশান্তের। অবসাদ কাটানোর চিকিৎসাও চলছিল তার। রিয়া বার বার অনুরোধ করলেও ওষুধ খেতে চাইতেন না সুশান্ত।
এছাড়া খুঁটিয়ে দেখা হচ্ছে রিয়া এবং সুশান্তের যাবতীয় হোয়াটস অ্যাপ চ্যাট, কলরেকর্ডও।
গত রোববার মুম্বাইয়ের বান্দ্র ফ্ল্যাটে আত্মহত্যা করেন ভারতীয় চলচ্চিত্রের চলতি সময়ের সফল অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ৩৪ বছর বয়সী এই অভিনেতা গত ছয় মাস ধরে মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি