সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২
স্পোর্টস ডেস্ক :: দেশের স্বার্থেই যত তাড়াতাড়ি সম্ভব বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার ইতি টানা উচিত বলে মনে করেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, বিরাট কোহলির সঙ্গে ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলীর মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে তা দ্রুত মিটিয়ে ফেলা উচিত। ফোন করো, একে অপরের সঙ্গে কথা বলো, নিজেদের আগে দেশের স্বার্থকে রাখো।
নিজের ক্যারিয়ারের প্রসঙ্গ টেনে কপিল দেব বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে আমিও যা চাইতাম সব পেয়েছি। তবে কখনো কখনো সবকিছু নাও পেতে পারো। তার মানে এই নয় যে, তুমি অধিনায়কত্ব ছেড়ে দেবে। কোহলি অসাধারণ একজন ক্রিকেটার। ওকে দীর্ঘদিন ক্রিকেট খেলতে ও অনেক রান করতে দেখতে চাই।
কপিল দেব আরও বলেন, সব দেখেশুনে এবং পত্রিকা পড়ে যা বুঝেছি, কেউই চায়নি বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দিক। তবে ওর সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত।
প্রসঙ্গত, গত বছরের শেষদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন কোহলি। বিশ্বকাপ শেষে কোহলিকে ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
চলতি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় নিজ থেকেই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেন কোহলি।
এস:এম:শিবা
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি