সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের চুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। যিনি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) ছিলেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। আগামী ২৪ আগস্ট অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়েছে।
২০১৫ সালের ১৭ আগস্ট সাবেক এই আইজিপিকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর প্রথম দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এরপর দ্বিতীয় দফায় সেই চুক্তির মেয়াদ নতুন করে আরও ছয় মাসের জন্য বাড়ায়। ফলে নতুন চুক্তির শর্ত ঠিক করে পুনরায় চুক্তিপত্র করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি