সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
অনলাইন ডেস্ক :; স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের উচ্চ পর্যায়ের একটি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার কমিশন থেকে এই টিম গঠন করা হয়। সংস্থাটির পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীকে প্রধান করে গঠিত এই টিমের অন্য সদস্যরা হলেন-উপপরিচালক মো. নূরুল হুদা, সহকারী পরিচালক মো. সাঈদুজ্জামান নন্দন ও আতাউর রহমান।
টিম গঠনের বিষয়টি নিশ্চিত করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ যুগান্তরকে বলেন,অনুসন্ধানে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।
দুদক চেয়ারম্যান বলেন, মাস্ক বা পিপিই অতীব গুরুত্বপূর্ণ সামগ্রী। যা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জীবনের সিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। তাই এসব অভিযোগেরও প্রকৃত সত্য বের করতে এই টিম কাজ করবে। অনুসন্ধানে স্বাস্থ্য খাতের দুর্বিসহ চেহারাটাও বেরিয়ে আসবে বলে তিনি জানান।
দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্রাচার্য জানান,অনুসন্ধান শেষে তারা এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনে দাখিল করবে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি