সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
অনলাইন ডেস্ক
সকল শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে সিলেট জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
মহাপরিচালক এ সময় বলেন, সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হচ্ছে এবং সার্বিক বিষয়গুলো বিবেচনা করে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। ইতোমধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকসহ সবার পরামর্শক্রমে কিভাবে বিদ্যালয়গুলো চালু করা যায় তা ভাবা হচ্ছে গুরুত্ব সহকারে। যত দ্রুত সম্ভব স্কুল কলেজ খুলে দেওয়ার চেষ্টা করছেন তারা।
মতবিনিময় সভায় সিলেট জেলার সকল শিক্ষা কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি