সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের লাখাই ও সদর উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে একদিনেই শিশুসহ ১৬ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লাখাই উপজেলার সিংহ গ্রাম, করাফ ও সদর উপজেলার লুকড়া ও ধল গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা জানান, সকালে ওইসব এলাকায় বেশ কয়েকটি কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। এ সময় রাস্তা ও আশপাশের বাড়ি-ঘরে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদি রেজা জানান, কুকুরের কামড়ে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে।
আহতরা হল- আফজল মিয়া (২৫), মাকসুদ আলি (৫০), আলা উদ্দিন (৪২), মনিল সরকার (৩৯) আঃ রহিম (৩৪), রিমা আক্তার (২৫), মারুফা আক্তার (২০), সিয়াম মিয়া (৮), রুবেল মিয়া (৩৫), আমিরুল ইসলাম (১৭), রুহুল আমিন (১৮), রিপন মিয়া (৯), খাদিজা আক্তার (১৮), হোসাইন আহমদ (১১) ও সফিক মিয়া (৪০)।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি