সিলেট ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
অনলাইন ডেস্ক :;
লোমহর্ষক হলি আর্টিজান বেকারিতে জঙ্গি তৎপরতায় নৃশংসতার চার বছর পূর্ণ হল। মানিকগঞ্জের সন্তান ও ডিএমপির সিনিয়র এসি রবিউল করিম জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড হামলায় নিহত হন।
এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইন্স গেটে স্থাপিত ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোহা. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), হোসাইন মোহাম্মদ রায়হান, জেলা বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হামিদুর রহমান সিদ্দিকী ও ডিবির হানিফ সরকারসহ অন্য কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদ সিনিয়র এসি, রবিউল করিমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এ দিকে এসি রবিউল করিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত নিজ গ্রাম কাটিগ্রামে ব্লুমস বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে স্কুলের ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণের সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা। এ সময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার, ব্লুমস সভাপতি জিআর শওকত আলী, এসি রবিউল করিমের ছোট ভাই সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৬ সনের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি