সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০
অনলাইন ডেস্ক :;
ঢাকাসহ বিভিন্ন জেলার ২৯ পুলিশ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৪ জন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত। বাকি পাঁচজন শহর ও যানবাহনে কর্মরত।
গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
যারা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন তারা হলেন- রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের মিজানুর রহমান, পুলিশ সুপারের কার্যালয়ের তোবারক আলী সরকার, এবিএম রেজাউল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের আজম খান, ঢাকা পুলিশ অধিদফতরের দেলোয়ার আহম্মদ, ঢাকা পিবিআইয়ের রুপক কুমার সাহা, একই বিভাগের দেওয়ান আবুল হোসেন, এটিএম মনিরুজ্জামান, ঢাকা অ্যান্টিটেররিজম ইউনিটের সুকুমার হোমন্ত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওমর ফারুক, ঢাকা এসবির একেএম খালেকুজ্জামান, চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের আবু জাফর, খুলনা মেট্রোপলিটন পুলিশের নাসিম খান, এসএম নাফিউর রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উজ্জল কুমার দে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ফজলুল করিম সেলিম, সাইফুল আলম চৌধুরী, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের এনামুল হক, টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ের আবদুস সালাম মিয়া, ঢাকা অপরাধ বিভাগের (সিআইডির) শেখ মাসুদ করিম, একই বিভাগের আতিক আহম্মেদ চৌধুরী, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একেএম শাহীন মণ্ডল, ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিজানুর রহমান ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সৈয়দ শহীদ আলম।
একই দিন আরেক প্রজ্ঞাপনে শহর ও যানবাহনে কর্মরত পাঁচ পুলিশ পরিদর্শকের পদোন্নতির ঘোষণা দেয়া হয়। তারা হলেন- ট্রাফিক ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) পুলিশ পরিদর্শক মো. মুরাদ খান, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশিদ, খাগড়াছড়ি জেলার পুলিশ পরিদর্শক মো. মমতাজ উদ্দিন, ফরিদপুর জেলার পুলিশ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও ডিএমপি পুলিশ পরিদর্শক মো. মারুফ উল হাসান।
জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি