সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১
সিল ডেস্ক
ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস আগামীকাল ৩ অক্টোবর (রোববার)। ১৯৭৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের অধিবাসী লিন্ডসে এ্যালান চেইনীর হাত ধরে ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল।
এরপর থেকে দিনটি ‘ইউসেপ শিক্ষা দিবস’ হিসেবে নানা আয়োজনে পালন করে ইউসেপ বাংলাদেশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৬০ জন শ্রমজীবি পথশিশু তথা ‘আন্ডার প্রিভিলেজড চিলড্রেনদের নিয়ে বৈকালিক স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন।
বর্তমানে ইউসেপ বাংলাদেশ সারা দেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবদের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে। প্রতিবছর প্রায় ৩৫ হাজার শিশু-কিশোর ইউসেপ বাংলাদেশ থেকে সহায়তা লাভ করছে। এর মধ্যে প্রায় ২০ হাজার তরুণ-যুবা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করছে। প্রশিক্ষিত প্রায় ৯০ শতাংশ যুবাদের কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়।
ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে: ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা-বরিশাল।
কর্মসূচি :
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে রোববার নানা কর্মসূচি হাতে নিয়েছে ইউসেপ। কর্মসূচির মধ্যে রয়েছে- রোববার সকাল ১০টায় সিলেটসহ ইউসেপ বাংলাদেশের সবগুলো স্কুল ও ট্রেনিং ইন্সটিটিউটে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এরপর স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি