সিলেট ৫ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২১
অনলাইন ডেস্ক
মাত্র চার সপ্তাহের মধ্যে ভয়্ঙ্কর অভিজ্ঞতায় কাবু আইসল্যান্ড। একবার ভূমিকম্পের ধাক্কাতেই ভেঙে পড়ে ভূখণ্ড, আর সেখানে একটা নয়, দুটো নয়, চল্লিশ হাজার ভূমিকম্প হয়েছে এই সময়ের মধ্যে! জানা গেছে, মাত্র ২৮ দিনের ব্যবধানে ছোট ছোট ৪০ হাজার ভূমিকম্প সংঘটিত হয়। খবর আনন্দবাজার পত্রিকার।
গত শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ আইসল্যান্ডের একটি আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, এর পিছনে রয়েছে বিপুল সংখ্যায় ভূমিকম্প। এক মাসে ৪০ হাজার কম্পন হয়েছে এখানে। দেশের রাজধানী রেইকেভিকের সামান্য দূরেই জেগে উঠেছে শক্তিশালী আগ্নেয়গিরি। ধীরে ধীরে এর লাভা গ্রাস করছে দেশ। ভূমিকম্প, ভয়্ঙ্কর লাভা উদগিরণ- এসবের জেরে বেহাল অবস্থা আইসল্যান্ডে।
যেখানে ২০১৪ সাল থেকে এক হাজার থেকে তিন হাজার কম্পন অনুভূত হয়েছিল, তখনই শেষ ২৮ দিনে ৪০ হাজার বার ভূমিকম্প হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ আগ্নেয়গিরির ছাই ও বিষাক্ত গ্যাস থেকে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি