সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
অনলাইন ডেস্ক :: মাত্র ৫০ মিনিটে শেষ হলো ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন।
আগের সব বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রীর ৩ থেকে ৫ ঘণ্টার মতো লেগেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার সংক্ষিপ্ত পরিসরে বাজেট উপস্থাপন হয়েছে। যার ব্যাপ্তী ১ ঘণ্টাও পার হয়নি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বাজেট পেশের দিন বৈঠক সব মিলিয়ে ৫০ মিনিট চলে। বাজেট পেশ ছাড়াও অর্থমন্ত্রী এ সময় অর্থবিল ২০২০ পেশ করেন।
সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন হলেও বাজেট বক্তৃতা বিগত বছরের চেয়ে ছোট ছিল না।চলতি ২০১৯-২০ অর্থ বছরেরই সমান এবারের বাজেট বক্তৃতা ছিল ১৩০ পৃষ্ঠার।
অর্থমন্ত্রী ৪৭ মিনিটের মতো বাজেট বক্তব্য দিলেও প্রায় ৭ মিনিটের মতো পাঠ করেছেন। বাকি পুরোটাই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।
এবারই প্রথম অর্থমন্ত্রী পাঠ না করে প্রায় পুরো অংশই ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি