অনিন্দ্য সুন্দরের পথে একদিন

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

অনিন্দ্য সুন্দরের পথে একদিন

ভ্যাপসা গরমে আমরা দ্রুতগামী দ্বিচক্রে এগিয়ে চলেছি অনিন্দ্য সুন্দরের এক লীলাভূমি গোয়াইনঘাটের পথ দিয়ে। পাখির কিচিরমিচির থেমেছে কেবল। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী রাফায়াত হক খান ভাই আর আমি পৌঁছে গেলাম গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে।
কাজ সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার। শ্রাবণের আকাশে তখন শরতের খেলা। ছায়া বিছানো পিচঢালা পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় পার হয়ে আমরা ঢুকে পড়লাম ফতেহপুর সড়কে। যেতে যেতে দু চোখ জুড়ালাম সুন্দরের মায়ায়। পেশাগত ঝুলিতে ভরে নিলাম দরকারি রশদ। তারপর পোঁছলাম সালুটিকর। জিন্দাবাজার থেকে শুরু বটেশ্বর, চিকনাগুল, দরবস্ত, সারিঘাট সকালেই মাড়িয়েছি। দেখেছি করোনা আর ভ্যাকসিনের উড়াল। সালুটিকরে শতবর্ষী নৌকার বাজার শেষে আবার এসে চেম্বার, তারাপর আপিস।
বেলাশেষে মন থেকে ভেসে আসে আবদুল আজিজ বাচ্চুর (কথা ও সুর) সেই বিখ্যাত সুর ”
সাঁঝের বেলা পাখি ফিরে নীড়ে তার
নীলিমা ভ্রমণ শেষে
আমি যেন বারবার
এমনি করে ফিরে ফিরে আসি
এই বাংলাদেশে ॥
………… ইকবাল ২৭-৭-২১

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ