অবশেষে অনশন ভাঙতে যাচ্ছেন শাবি শিক্ষার্থীরা!

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২২

অবশেষে অনশন ভাঙতে যাচ্ছেন শাবি শিক্ষার্থীরা!

স্টাফ রিপোর্ট:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা অবশেষে অনশন ভাঙ্গার মতো ভালো সিধান্ত নিয়েই নিলো। ভাবতে ভালো লাগলো যে শুভ বুদ্ধির উদয়ন হলো অবশেষে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার থেকে অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টা চালাচ্ছেন আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের একাংশ।

তবে কয়েকজন অনশনকারী পানি পান করতে চাচ্ছেন না। এসময় সবাই অনশন ভেঙে ফেলতে তাদেরকে অনুরোধ জানান।

বিষয়টি শাবি ক্যাম্পাস থেকে নিজস্ব প্রতিবেদক জানান, উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরুর অষ্টম দিনে নমনীয় অবস্থান লক্ষ্য করা গেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে। একদল শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সমবেত হয়ে অনশনকারীদের অনশন ভাঙার অনুরোধ জানান।

বিষয়টি নিয়ে দুইপক্ষের আলোচনার পর সিদ্ধান্ত জানাতে এক ঘণ্টা সময় নিয়েছেন অনশনকারীরা।

অনশন ভাঙার অনুরোধ জানানো শিক্ষার্থীরা অবশ্য উপাচার্যবিরোধী আন্দোলন চলবে বলে জানিয়েছেন। এ বিষয়ে শিক্ষার্থীদের শপথ পড়ান মোহাইমিনুল বাশার রাজ। এই শপথের পর অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে তাদের আলোচনা হয়।

অনশনকারি শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এ সময় জানান, তিনি অনশন চালিয়ে যেতে চান। তবে সবার সিদ্ধান্ত চূড়ান্ত করতে এক ঘণ্টা সময় প্রয়োজন।

এবিএ/ ২৫ জানুয়ারি

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ