অস্কারে চড়ের খেসারত, ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২

অস্কারে চড়ের খেসারত, ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

অনলাইন ডেস্ক :: অস্কারের মঞ্চে কৌতুকাভিনেতা ক্রিস রককে সপাটে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। এ ঘটনায় তাকে আগামী ১০ বছরের জন্য অস্কার থেকে নিষিদ্ধ করা হয়েছে।

‘অ্যাকাডেমি অব মোশান পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স’ অস্কার পুরষ্কারের আয়োজন করে। স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গতকাল শুক্রবার বৈঠকে বসেন তারা। ওই বৈঠকেই স্মিথের বিরুদ্ধে এই শাস্তির বিষয়টি নির্ধারিত হয়। স্মিথ যদিও তার আচরণের জন্য আগেই ক্ষমা চেয়ে অ্যাকাডেমি থেকে পদত্যাগ করেন।
স্ত্রী জাডা পিঙ্কেটকে নিয়ে ‘রসিকতা’ মেনে নিতে না পেরে অস্কারের মঞ্চে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। তার এই আচরণের জন্য ক্রিস এবং অস্কার কর্তৃপক্ষের কাছে পরে ক্ষমাও চান তিনি। তবে ক্ষমাপ্রার্থনা করেও রেহাই পেলেন না এ বছরের অস্কারজয়ী অভিনেতা। স্মিথকে অস্কারের মঞ্চ থেকে ১০ বছরের নিষিদ্ধ করা হয়।

প্রসঙ্গত, অ্যাকাডেমি বোর্ড অব গভর্নরের সদস্য অভিনেতা হুপি গোল্ডবার্গ আগেই জানিয়েছিলেন, চড়-কাণ্ডের ফল স্মিথকে ভুগতে হবে। ওই ঘটনার পর অ্যাকাডেমির বাইরে দু’টি বড় প্রযোজনা সংস্থা স্মিথের সঙ্গে তাদের কাজ সাময়িক ভাবে বন্ধ করে দেয়।

তবে যাকে চড় মেরে বিতর্কের কেন্দ্রে চলে আসেন স্মিথ, সেই ক্রিস এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি। সূত্র: বিবিসি

সূত্র : বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ