আগের তুলনায় অভিনয় নিয়ে বেশি ভাবছি -তামিম মৃধা

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

আগের তুলনায় অভিনয় নিয়ে বেশি ভাবছি -তামিম মৃধা

বিনোদন ডেস্ক :: সবসময় স্রোতের বিপরীতে গিয়ে সৃষ্টিশীল কিছু করার তাড়না কাজ করে ইউটিউবার, অভিনেতা তামিম মৃধার মধ্যে। তাই তো বহুজাতিক কোম্পানির চাকরি ছেড়ে এখন পুরোপুরি মনোযোগ দিয়েছেন অভিনয়ে। যেহেতু নিজেকে অভিনয়েই ব্যস্ত রেখেছেন। এবারের ঈদে তো আপনার বেশ কিছু কাজই দর্শক পেতে যাচ্ছেন? তামিম মৃধা বলেন, হ্যাঁ। আগের তুলনায় অভিনয় নিয়ে বেশি ভাবছি। গুরুত্ব দিচ্ছি। ঈদ উপলক্ষে ৬ টা নাটকে অভিনয় করা হয়েছে। এর মধ্যে শিহাব শাহীন ভাইয়ের সঙ্গে অনেক দিন পর কাজ করলাম।

তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাই আলাদা। সারিকা ছিল সঙ্গে। তৌসিফ ভাইয়া, তিশাও ছিল। ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে। তারপর শ্রাবণী ফেরদৌসের সঙ্গে প্রথমবার কাজ করা হয়েছে। নাটকটাতে ফজলুর রহমান বাবু ছিলেন সহশিল্পী হিসেবে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের একটা নাটকে কাজ করলাম। খুব ভালো হয়েছে নাটকটা। শহীদ উন নবীর পরিচালনাতেও একটা নাটকে অভিনয় করেছি। জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’র দ্বিতীয় সিজন ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ প্রচার হচ্ছে। আপনাকেও দেখা গেছে নতুন সিজনে। কেমন সাড়া পাচ্ছেন এ ধারাবাহিক থেকে? এ অভিনেতা বলেন, এখন অবধি খুব ভালো সাড়া পাচ্ছি। আগের ‘ফ্যামিলি ক্রাইসিস’ আমাদের কাছে অনেক বেশি আপন। প্রত্যেকটা চরিত্রই অনেক কাছের হয়ে গেছে দর্শকের কাছে। তবে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’র গল্পটাও দারুণ। একদম নতুন স্টোরি। দর্শক হিসেবে আমার নিজের কাছে ভালো লাগছে। প্রত্যেকটা চরিত্র নতুন নতুন জার্নিতে যাচ্ছে। ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকেও যুক্ত আছেন। ওই নাটকেরও চতুর্থ সিজন প্রচার হচ্ছে। এখনও নতুন সিজনে আপনাকে দেখা যায়নি। সামনে পাওয়া যাবে? তামিম মৃধা বলেন, এখনও নিশ্চিত না চতুর্থ সিজনে থাকছি কিনা। তবে কথা হচ্ছে। কাজল আরেফিন অমি ভাই ভালো বলতে পারবেন আসলে। এদিকে, অভিনয়ের পাশাপাশি একজন উদ্যোক্তাও তামিম মৃধা। তামিমের এই নতুন পরিচয়টি হয়তো অনেকেরই আজানা। খাবার সরবরাহকারী অনলাইন প্রতিষ্ঠান মাঞ্চিসের তিনি সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। তার এই প্রতিষ্ঠানটি একটু ব্যতীক্রম। রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঢাকাবাসীদের জন্য বিশেষভাবে খাবার সরবাহ করে থাকে। যেটা অনেকেরই চাহিদা ছিল। কারণ দিনের বেলা খাবার অর্ডার করলেও রাতে এই সেবাটি পাওয়া মুশকিল ছিল বটে। উদ্যোক্তা হওয়ার পেছনের কারণ জানতে চাই। তামিম বলেন, চাকরি করলে দেশে কোনো ইমপেক্ট পড়ে না। দেশ, সমাজকে কিছু দেয়া যায় না। দেশ, সমাজকে কিছু দেয়া এবং সৃষ্টিশীল কিছু করার তাড়না থেকেই উদ্যোক্তা হওয়া। আর নিজের প্রতিষ্ঠান হওয়ায় এখন অভিনয়েও সময়, মনোযোগ দিতে পারছি।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ